যদি কারও ১ মাস পূর্বের ড্রাফট হিসেবে সংরক্ষন করা আবেদন থাকে তাহলে সেই আবেদন সমূহের পেমেন্ট সম্পন্ন করে সাবমিট করার জন্য অথবা ডিলিট করে দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায়, ড্রাফটেড আবেদনসমূহ অটো ডিলিট হয়ে যাবে।
অনলাইনে পেমেন্ট করার পর যদি পেমেন্ট স্ট্যাটাস আপডেট না হয় তাহলে লগইন করে 'সকল আবেদন' মেনু তে গিয়ে ডান দিকের 'Verify Payment'কলামের 'Verify Payment' লিংকে ক্লিক করে পেমেন্ট এর তারিখ প্রদান করে 'Verify Payment' বাটনে ক্লিক করলে পেমেন্ট এর তথ্য আপডেট হয়ে যাবে।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক এর অনলাইন আবেদন করার সময় আবেদন ফি (পেমেন্ট) প্রদান না করে আবেদন সাবমিট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আবেদন করার জন্য 'Mozilla Firefox' অথবা 'Google Chrome' ব্রাউজার এর আপডেটেট ভার্সন ব্যবহার করুন।